উপজাতিদের অঞ্চলভিওিক অবস্থান

উপজাতিদের অঞ্চলভিওিক অবস্থান

চাকমাঃ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার…..!!!
এিপুরা ও লুসাইঃ খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি…..!!!
মগঃ মারমা – বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে অবস্থান এবং রাখাইন – কক্সবাজার ও পটুয়াখালী…..!!!
বনজোগীঃ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান…..!!!
তঞ্চঙ্গাঃ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার…..!‌!!
পাংখোয়াঃ বান্দরবান ও রাঙামাটি…..!!!
মুরং / চাক / খুমি / খিয়াংঃ বান্দরবান…..!!!
খাসিয়াঃ সিলেট জেলার সীমান্তবর্তী জয়ন্তিকা পাহাড়ে…..!!!
মণিপুরীঃ সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার আসাম – পাহাড় অঞ্চলে…..!!!
মুণ্ডাঃ সিলেট…..!!!
গারোঃ ময়মনসিংহ, শেরপুর,নেএকোণা ও টাঙ্গাইল…..!!!
হাজংঃ ময়মনসিংহ, নেএকোণা…..!!!
সাঁওতালঃ রাজশাহী, রংপুর,বগুড়া, দিনাজপুর…..!!!
রাজবংশীঃ রংপুর…..!!!
ওঁরাওঃ বগুড়া ও রংপুর…..!!!
পাঙনঃ মৌলভীবাজার…..!!!
[বাওয়ালীরা সুন্দরবনের গোলপাতা এবং মৌয়ালীরা সুন্দরবনের মধু সংগ্রহ করে]
[খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত]

Leave a comment