শর্টকাট টেকনিকে বেগম রোকেয়াকে মনে রাখুন

শর্টকাট টেকনিকে বেগম রোকেয়াকে মনে রাখুন

____________________________
“বেগম রোকেয়ার পদ্মরাগ উপন্যাসে *অবরোধবাসিনী *ডেলিসিয়া হত্যা হওয়ায় *মতিচুর ও *সুলতানার স্বপ্ন ভেঙ্গে যায়। (সবগুলো প্রবন্ধ) (পদ্মরাগ- উপন্যাস)
——————————————
শর্ট টেকনিকে কবি সুফিয়া কামালঃ
*আমাদের কালে *উদাত্ত পৃথিবীর *অভিযাত্রিক ও *মায়া কাজল *সাঝের মায়ার বেলায় *কেয়ার কাটা ও *যাদুদের সমাধি পার হয়ে *ইতল বিতল ও *নওল কিশোরের দরবারে *মন ও জীবন দিয়ে *একাত্তরের ডায়েরী পড়ে।
(সবগুলো কাব্য) (কেয়ার কাটা-গল্প) (একাত্তরের ডায়েরী-স্মৃতিকথা)।
———————————————
মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো মনে রাখার টেকনিকঃ
“পাঞ্জেরী আঠারো বছর বয়সে সোনার জীবন কবর দিল”
★পাঞ্জেরী- পাজ্ঞেরী
★আঠারো বছর বয়সে-আঠারো বছর বয়স,
★সোনার – সোনার তরী,
★জীবন- জীবন বন্দনা
★কবর- কবর।
(আমার পূর্ব বাংলা – গদ্য ছন্দে রচিত। বাকী সব অক্ষরবৃত্ত)

Leave a comment