বিভিন্ন পরিমাপক যন্ত্র

~বিভিন্ন পরিমাপক যন্ত্র~

1. উচ্চতা পরিমাপক যন্ত্র –
অলটিমিটার.
2. সমুদ্রের গভীরতা নির্ণয়াক
যন্ত্র – ফ্যাদোমিটার;
3. ভূমিকম্প নির্ণয় করার যন্ত্র –
সিসমোগ্রাফ;
4. ভূমিকম্পের তীব্রতা পরিমাপক
মাপার যন্ত্র – রিক্টার স্কেল;
5. উড়োজাহাজের উচ্চতা মাপার
যন্ত্র – ওডোমিটার;
6. দিক নির্ণয়ন যন্ত্র – কম্পাস;
7. সূর্যের কৌণিক দূরত্ব নির্ণয়ক
যন্ত্র – সেক্সট্যান্ট;
8. শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র – অডিও
মিটার;
9. হৃৎপিন্ডের গতি নির্ণয়ক যন্ত্র
– কার্ডিওগ্রাফ;
10. বায়ুর চাপ নির্ণয়ক যন্ত্র –
ব্যারোমিটার;
11. গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র –
ম্যানোমিটার;
12. বায়ুর গতিবেগ নির্ণয়াক যন্ত্র –
Anemometer.
13. সূক্ষ সময় পরিমাপক যন্ত্র –
ক্রনোমিটার;
14. তাপ পরিমাপক যন্ত্র –
14. Calorimeter.
15. বৃষ্টি পরিমাপক যন্ত্র –
রেনগেজ;
16. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র –
ল্যাকটোমিটার;
17. মানবদেহের রক্তচাপ নির্ণয়াক
যন্ত্র – স্ফিগমোম্যানোমিটার;
18. উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র –
auxanometer or arc-indicator o habe.
19. বায়ুর আদ্রতা নির্ণয়ক যন্ত্র –
হাইগ্রোমিটার;
20. বাতাস/গ্যাসের ওজন/ঘনত্ব নির্ণয়ক
যন্ত্র – এ্যারোমিটার.

বিভিন্ন জিনিসের গবেষণা কেন্দ্র

★★★বিভিন্ন জিনিসের গবেষণা কেন্দ্র★★★

☞ পাট গবেষণা বোর্ড→ মানিকগঞ্জ
☞ নদী গবেষণা কেন্দ্র→ ফরিদপুর
☞ রাবার গবেষণা বোর্ড→ কক্সবাজার
☞ তাঁত গবেষণা বোর্ড→ নরসিংদী
☞ চা গবেষণা কেন্দ্র→ শ্রীমঙ্গল, সিলেট
☞ ইক্ষু গবেষণা কেন্দ্র→ ঈশ্বরদী, পাবনা
☞ ডাল গবেষণা কেন্দ্র→ ঈশ্বরদী, পাবনা
☞ গম গবেষণা কেন্দ্র→ দিনাজপুর
☞ আম গবেষণা কেন্দ্র→ চাঁপাইনবাবগঞ্জ
☞ মসলা গবেষণা কেন্দ্র→ বগুড়া
☞ রেশম গবেষণা কেন্দ্র→ রাজশাহী
☞ বন গবেষণা কেন্দ্র→ চট্টগ্রাম
☞ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র→ খাগড়াছড়ি
☞ ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র→
চাঁদপুর
☞ ধান গবেষণা ইনস্টিটিউট→ জয়দেবপুর,
গাজীপুর
☞ তুলা গবেষণা ইনস্টিটিউট→ যশোর
☞ আলু গবেষণা ইনস্টিটিউট→ রংপুর
☞ কলা গবেষণা ইনস্টিটিউট→ রামপাল,
বাগেরহাট
☞ চামড়া গবেষণা ইনস্টিটিউট→ হাজারীবাগ,
ঢাকা
☞ তামাক গবেষণা ইনস্টিটিউট→ রংপুর
☞ গরু গবেষণা ইনস্টিটিউট→ সাভার
☞ মহিষ গবেষণা ইনস্টিটিউট→ বাগেরহাট
☞ ছাগল গবেষণা ইনস্টিটিউট→ সিলেট
☞ হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট→
নারায়ণগঞ্জ
☞ হরিণ গবেষণা ইনস্টিটিউট→ শরণখোলা,
বাগেরহাট
☞ কুমির (মিঠা পানি) গবেষণা ইনস্টিটিউট→
ভালুকা, ময়মনসিংহ
☞ কুমির (লোনা পানি) গবেষণা ইনস্টিটিউট→
দুলহাজারা, কক্সবাজার
☞ মৎস্য গবেষণা কেন্দ্র→ বাকৃবি, ময়মনসিংহ
☞ পুষ্টি গবেষণা ইনস্টিটিউট→ ঢাকা
বিশ্ববিদ্যালয়।

বিভিন্ন পরিমাপক যন্ত্র

~বিভিন্ন পরিমাপক যন্ত্র~

1. উচ্চতা পরিমাপক যন্ত্র –
অলটিমিটার.
2. সমুদ্রের গভীরতা নির্ণয়াক
যন্ত্র – ফ্যাদোমিটার;
3. ভূমিকম্প নির্ণয় করার যন্ত্র –
সিসমোগ্রাফ;
4. ভূমিকম্পের তীব্রতা পরিমাপক
মাপার যন্ত্র – রিক্টার স্কেল;
5. উড়োজাহাজের উচ্চতা মাপার
যন্ত্র – ওডোমিটার;
6. দিক নির্ণয়ন যন্ত্র – কম্পাস;
7. সূর্যের কৌণিক দূরত্ব নির্ণয়ক
যন্ত্র – সেক্সট্যান্ট;
8. শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র – অডিও
মিটার;
9. হৃৎপিন্ডের গতি নির্ণয়ক যন্ত্র
– কার্ডিওগ্রাফ;
10. বায়ুর চাপ নির্ণয়ক যন্ত্র –
ব্যারোমিটার;
11. গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র –
ম্যানোমিটার;
12. বায়ুর গতিবেগ নির্ণয়াক যন্ত্র –
Anemometer.
13. সূক্ষ সময় পরিমাপক যন্ত্র –
ক্রনোমিটার;
14. তাপ পরিমাপক যন্ত্র –
14. Calorimeter.
15. বৃষ্টি পরিমাপক যন্ত্র –
রেনগেজ;
16. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র –
ল্যাকটোমিটার;
17. মানবদেহের রক্তচাপ নির্ণয়াক
যন্ত্র – স্ফিগমোম্যানোমিটার;
18. উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র –
auxanometer or arc-indicator o habe.
19. বায়ুর আদ্রতা নির্ণয়ক যন্ত্র –
হাইগ্রোমিটার;
20. বাতাস/গ্যাসের ওজন/ঘনত্ব নির্ণয়ক
যন্ত্র – এ্যারোমিটার.

উপজাতিদের অঞ্চলভিওিক অবস্থান

উপজাতিদের অঞ্চলভিওিক অবস্থান

চাকমাঃ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার…..!!!
এিপুরা ও লুসাইঃ খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি…..!!!
মগঃ মারমা – বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে অবস্থান এবং রাখাইন – কক্সবাজার ও পটুয়াখালী…..!!!
বনজোগীঃ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান…..!!!
তঞ্চঙ্গাঃ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার…..!‌!!
পাংখোয়াঃ বান্দরবান ও রাঙামাটি…..!!!
মুরং / চাক / খুমি / খিয়াংঃ বান্দরবান…..!!!
খাসিয়াঃ সিলেট জেলার সীমান্তবর্তী জয়ন্তিকা পাহাড়ে…..!!!
মণিপুরীঃ সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার আসাম – পাহাড় অঞ্চলে…..!!!
মুণ্ডাঃ সিলেট…..!!!
গারোঃ ময়মনসিংহ, শেরপুর,নেএকোণা ও টাঙ্গাইল…..!!!
হাজংঃ ময়মনসিংহ, নেএকোণা…..!!!
সাঁওতালঃ রাজশাহী, রংপুর,বগুড়া, দিনাজপুর…..!!!
রাজবংশীঃ রংপুর…..!!!
ওঁরাওঃ বগুড়া ও রংপুর…..!!!
পাঙনঃ মৌলভীবাজার…..!!!
[বাওয়ালীরা সুন্দরবনের গোলপাতা এবং মৌয়ালীরা সুন্দরবনের মধু সংগ্রহ করে]
[খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত]

ইংরেজি শর্ট ডায়ালগ, কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়

ইংরেজি শর্ট ডায়ালগ, কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়

✪ What’s up – কি খবর?
✪ Carry on – চালিয়ে যাও
✪ Wow – বাহ, দারুন তো
✪ My goodness! – একি!
✪ How come – কি ব্যাপার?
✪ What a mess! – কি এক ঝামেলা!
✪ Oh shit – ধ্যাত্তেরি
✪ Yes, go on – হ্যা, বলতে থাক
✪ Oh dear! – বলো কী!
✪ Hi guys – হ্যালো বন্ধুরা
✪ Good job! – সাবাশ!
✪ So what? – তাতে কি?
✪ Oh, no! – এ হতে পারেনা!
✪ Pay attention! – মনোযোগ দিন!
✪ It’s your turn – এবার তোমার পালা
✪ I’m at a loss – কি বলব ভেবে পাচ্ছিনা!
✪ Heiya! It is you I see – আরে তুমি যে!
✪ Oh! come on – আহ! একটু বুঝতে চেষ্টা করো
✪ Definitely – অবশ্যই
✪ Let it pass – ছেড়ে দিন।
✪ Obviously – স্পষ্টত, সম্ভবত
✪ I’m off – আমি গেলাম।
✪ As if – যেন, কি যে হতো
✪ Damn it! – চুলায় যাক!
✪ What a surprise!- হটাৎ যে!
✪ Go to the devil! – গোল্লায় যাক!
✪ What about you? – তোমার খবর কি?
✪ so so – মোটামোটি
✪ So be it – তবে তাই হোক
✪ Who cares! – কার কি যায় আসে!
✪ Excuse me – এই যে শুনুন
✪ Not a bit – একটুও না
✪ That’s fantastic – এটা সত্যি চমৎকার
✪ Next to nothing – বলতে গেলে কিছুই না
✪ Mind your language – ভাষা সংযত করো
✪ Come to the point – আসল কথা বল
✪ Thats right – ঠিক বলেছেন
✪ To be frank – খোলাখুলি ভাবে বলতে গেলে।
✪ Really pleased – সত্যি আনন্দিত
✪ I am delighted- আমি আনন্দিত ।
✪ So kind of you! – আপনার দয়া।
✪ Anybody home? – বাড়িতে কেউ আছেন?
✪ Keep quiet – চুপ কর
✪ No entrance – প্রবেশ নিষেধ
✪ It’s enough – যথেষ্ট হয়েছ
✪ What happened – কি হয়েছে
✪ What an idea! – কি বুদ্ধি!
✪ Well done – সাবাশ
✪ Indeed! – সত্যি!
✪ How peaceful! – কি শান্ত!
✪ Get lost – বিদায় হোন।
✪ Let me see – আমাকে দেখতে দাও
✪ Oh sure – ও নিশ্চয়ই
✪ Who knows! – কে জানে!
✪ Bullshit! – বাজে কথা
✪ But who cares! – কে ধারধারে!
✪ No more buts – আর কোন কিন্তু নয়
✪ How so – তা কি করে হয়?
✪ I think so – আমি তাই মনে করি
✪ Calm down – শান্ত হও
✪ Let’s have a look – চল দেখি
✪ Let’s run away – চলো এক্ষুনি পালাই
✪ I am getting wet – আমি ভিজে যাচ্ছি
✪ I don’t care! – আমার কিছু যায় আসেনা!
✪ How else – আর কিভাবে?
✪ Little by little – ক্রমান্বয়ে।
✪ Is it so! – তাই নাকি!

জাতিসংঘের A to Z ৫০ টি প্রশ্ন

জাতিসংঘের A to Z ৫০ টি প্রশ্ন

১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?—
মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?—
মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?—
১ জানুয়ারি, ১৯৪২।

৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?
— মহাসচিব।
৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
— নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র
৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়—
জেনেভা,সুইজারল্যান্ড।

৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান
করেন— জন ডি রকফেলার জুনিয়র।

৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি—
ডব্লিউ হ্যারিসন।

৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে —
২৬জুন,১৯৪৫ সালে।

১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে—
২৪ অক্টোবর, ১৯৪৫।

১১.জাতিসংঘের সনদের রচয়িতা—
আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।

১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়—
২৪শে অক্টোবর।

১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন
পরিষদের সদস্য? — সাধারণ পরিষদের।

১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে
— সভাপতি।

১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন
অনুষ্ঠিত হয় কোথায়? — লন্ডনের
ওয়েস্ট মিনিস্টার হলে।

১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত
বছরের জন্য নির্বাচিত হয়— ১ বছরের জন্য।

১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক
অধিবেশন শুরু হয়
— সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা
কত? — ১৫টি।

১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র — ৫টি
( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের
সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়— ২বার।

২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত
বছরের জন্য নির্বাচিত হয়— ২ বছরের জন্য।

২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য
নির্বাচিত হয়— ১ মাসের জন্য।

২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত
গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের
সম্মতির
প্রয়োজন হয়— ৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ
অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।

২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন
সাধারণত বছরে কয়বার বসে— বছরে দু’বার একমাস
ব্যাপী।

২৫.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত
বছরের জন্য নির্বাচিত হয়— ৩ বছরের জন্য।

২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ
কয়টি— ৫৪টি।

২৭. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়—
১৮টি।

২৮. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়
— ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।

২৯. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত—
১৫ জন।

৩০. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল—
৯ বছর।

৩১. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ?— ৬টি (ইংরেজি,
আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)।

৩২. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত
হয়— সাধারণ পরিষদে।

৩৩. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাৰর
করে— ৫১টি দেশ।

৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন
— ট্রাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।

৩৫. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের
কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার
করেন
— ইংরেজি অথবা ফরাসি।

৩৬. জাতিসংঘের কোন মহাসচিব.শান্তিত
ে মরণোত্তর নোবেল পুরস্কার পান— দ্যাগ
হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।

৩৭. আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি—
মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।

৩৮.জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি—
ট্রুভ্যালু।

৩৯. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর
না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়—
পোল্যান্ড।

৪০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত— টোকিও
(জাপান)।

৪১. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে— মহাসচিব।

৪২. অছি পরিষদ কার অধীনে কাজ করে—
সাধারণ পরিষদের।

৪৩. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান
— দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।

৪৪. জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর
প্রতিষ্ঠিত— ১৭ একর।

৪৫. জাতিসংঘের আয়ের মূল উৎস কী— সদস্য
দেশসমূহের চাঁদা।

৪৬. জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে
নিযুক্ত হন— নিরাপত্তা পরিষদের।

৪৭. জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে— কফি
আনান (ঘানা) (৭ম)।

৪৮. উ থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন—
মিয়ানমার।

৪৯. জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত—
নিজস্ব বাজেটের ০.০১% অংশ।

৫০. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য
পদ লাভ করে?— ২৯তম।.

শর্টকাট টেকনিকে বেগম রোকেয়াকে মনে রাখুন

শর্টকাট টেকনিকে বেগম রোকেয়াকে মনে রাখুন

____________________________
“বেগম রোকেয়ার পদ্মরাগ উপন্যাসে *অবরোধবাসিনী *ডেলিসিয়া হত্যা হওয়ায় *মতিচুর ও *সুলতানার স্বপ্ন ভেঙ্গে যায়। (সবগুলো প্রবন্ধ) (পদ্মরাগ- উপন্যাস)
——————————————
শর্ট টেকনিকে কবি সুফিয়া কামালঃ
*আমাদের কালে *উদাত্ত পৃথিবীর *অভিযাত্রিক ও *মায়া কাজল *সাঝের মায়ার বেলায় *কেয়ার কাটা ও *যাদুদের সমাধি পার হয়ে *ইতল বিতল ও *নওল কিশোরের দরবারে *মন ও জীবন দিয়ে *একাত্তরের ডায়েরী পড়ে।
(সবগুলো কাব্য) (কেয়ার কাটা-গল্প) (একাত্তরের ডায়েরী-স্মৃতিকথা)।
———————————————
মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো মনে রাখার টেকনিকঃ
“পাঞ্জেরী আঠারো বছর বয়সে সোনার জীবন কবর দিল”
★পাঞ্জেরী- পাজ্ঞেরী
★আঠারো বছর বয়সে-আঠারো বছর বয়স,
★সোনার – সোনার তরী,
★জীবন- জীবন বন্দনা
★কবর- কবর।
(আমার পূর্ব বাংলা – গদ্য ছন্দে রচিত। বাকী সব অক্ষরবৃত্ত)

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [ভাষা আন্দোলন]

১৯৭১ সালের ২ মার্চ কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [জাতীয় পতাকা দিবস]

১৯৭১ সালের ৭ মার্চ কি বার ছিল.?
➺রবিবার। [৭ মার্চের ভাষণ]

১৯৭১ সালের ২৫ মার্চ কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [কালরাত্রি]

১৯৭১ সালের ২৬ মার্চ কি বার ছিল.?
➺শুক্রবার। [স্বাধীনতা দিবস]

১৯৭১ সালের ১০ এপ্রিল কি বার ছিল.?
➺শনিবার। [মুজিবনগর অস্থায়ী সরকার গঠন]

১৯৭১ সালের ১৭ এপ্রিল কি বার ছিল.?
➺শনিবার। [মুজিবনগর অস্থায়ী সরকার শপথ গ্রহণ]

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কি বার ছিল.?
➺মঙ্গলবার। [শহীদ বুদ্ধিজীবী দিবস]

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [বিজয় দিবস]

১৯৭২ সালের ১০ জানুয়ারি কি বার ছিল.?
➺সোমবার। [বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন]

১৯৭৫ সালের ১৫ আগস্ট কি বার ছিল.?
➺শুক্রবার। [সপরিবারে বঙ্গবন্ধু নিহত].

পৃথিবীর বৃহত্তম

পৃথিবীর_বৃহত্তম
___________________________________
☞ বৃহত্তম দেশ — রাশিয়া
☞ বৃহত্তম মহাদেশ — এশিয়া
☞ বৃহত্তম সাগর —দক্ষিণ চীন সাগর
☞ বৃহত্তম উপসাগর— মেক্সিকো উপসাগর
☞ বৃহত্তম মহাসাগর — প্রশান্ত মহাসাগর
☞ বৃহত্তম শহর — লন্ডন (আয়তনে)
☞ বৃহত্তম শহর — টোকিও (জনসংখ্যায়)
☞ বৃহত্তম দ্বীপ – গ্রীনল্যান্ড
☞ বৃহত্তম ব-দ্বীপ — বাংলাদেশ
☞ বৃহত্তম উপদ্বীপ — আরব উপদ্বীপ
☞ বৃহত্তম হ্রদ — কাস্পিয়ান
☞ বৃহত্তম নদী — নীল নদ
☞ বৃহত্তম প্রাণী — নীল তিমি
☞ বৃহত্তম পাখি — উট পাখি
☞ বৃহত্তম গ্রহ — বৃহস্পতি
☞ বৃহত্তম ঘড়ি — মক্কা ক্লক
☞ বৃহত্তম ব্যাংক — সুইস ব্যাংক
☞ বৃহত্তম দিন — ২১ জুন
☞ বৃহত্তম রাত — ২২ ডিসেম্বর
☞ বৃহত্তম অরণ্য — তৈগা
☞ বৃহত্তম পার্ক — উড বাফেলো
☞ বৃহত্তম তৃণাঞ্চল — প্রেইরি
☞ বৃহত্তম বনভূমি — আমাজান
☞ বৃহত্তম খাল — গ্র্যান্ড খাল
☞ বৃহত্তম কৃত্তিম খাল— সুয়েজ খাল
☞ বৃহত্তম জলপ্রপাত—নায়াগ্রা
☞ বৃহত্তম গিরিখাত—গ্র্যান্ড ক্যানিয়ন
☞ বৃহত্তম মরুভূমি — সাহারা মরুভূমি
☞ বৃহত্তম পর্বতমালা— হিমালয়(উচ্চতায়)
☞ বৃহত্তম পর্বতমালা — আন্দিজ (দৈর্ঘ্যে)
☞ বৃহত্তম ফুল — র‍্যাফেলেশিয়া আরনল্ড
☞ বৃহত্তম প্রাসাদ — ভ্যাটিকান
☞ বৃহত্তম অফিস – পেন্টাগন বিল্ডিং
☞ বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট — সুন্দরবন
☞ বৃহত্তম স্টেডিয়াম — স্টাইভ স্টেডিয়াম
☞ বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ — রক্সি
☞ বৃহত্তম বইমেলা — ফ্রাঙ্কফুট(জার্মানি)
☞ বৃহত্তম গ্রন্থাগার—লাইব্রেরী অব দ্য কংগ্রেস
☞ বৃহত্তম পার্লামেন্ট — চায়না ন্যাশনাল কংগ্রেস
☞ বৃহত্তম মসজিদ — শাহ ফয়সাল মসজিদ
☞ বৃহত্তম জাদুঘর — ব্রিটিশ মিউজিয়াম
☞ বৃহত্তম কম্পিউটার প্রতিষ্ঠান— মাইক্রোসফট
☞ বৃহত্তম প্রমোদ তরী — গ্রান্ড প্রিন্সেস
☞ বৃহত্তম ডুবোজাহাজ — নাটিখান
☞ বৃহত্তম প্রাচীর — চীনের মহাপ্রাচীর
☞ বৃহত্তম বিমানবন্দর — জেদ্দা বিমানবন্দর
☞ বৃহত্তম মিষ্টি পানির হ্রদ — সুপিরিয়র হ্রদ
☞ বৃহত্তম মুসলিম দেশ—কাজাকিস্তান(আয়তনে)
☞বৃহত্তম মুসলিম দেশ—ইন্দোনেশিয়া(জনসংখ্যা)

 বিভিন্ন শাস্ত্রের ১৫০ জন জনকের নাম

 বিভিন্ন শাস্ত্রের ১৫০ জন জনকের নাম

বাংলা সাহিত্য

▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ বাংলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✬ বাংলা সনেট – মাইকেল মধূ সূদন দত্ত
✬ আধুনিক বাংলা নাটক – মাইকেল মধূ সূদন দত্ত
✬ বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✬ বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
✬ গদ্য ছন্দ – রবীন্দ্রনাথ ঠাকুর
✬ মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
✬ আধুনিক বাংলা কবিতা – জীবনান্দ দাশ
✬ চলিত রীতিতে গদ্যের জনক – প্রমথ চৌধুরী
.
ইংরেজি সাহিত্য
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ইংরেজি উপন্যাস – হেনরি ফিল্ডিং
✬ ইংরেজি প্রবন্ধ ও গদ্য – ফ্রান্সিস বেকন
✬ ইংরেজি রূপকথা – হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন
✬ ইংরেজি ট্রাজেডি – ক্রিস্টোফার মারলো
✬ ইংরেজি সনেট – স্যার থমাস ওয়াট
✬ আধুনিক ইংরেজি কবিতা – জিওফ্রে চসার
✬ আধুনিক ইংরেজি সাহিত্য – জর্জ বার্নাডশ
.
বিশ্ব সাহিত্য সংস্কৃত
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ সনেট – পেত্রাক
✬ সায়েন্স ফিকশন – মেরি শ্যালি
✬ যাত্রা – ক্লাওডিও মন্টে ভারডি
✬ রুশ সাহিত্য – ম্যক্সিম গোরকি
✬ চলচিত্র – এডওয়ার্ড মিউব্রিজ ।
✬ বাংলাদেশ চলচিত্র – আব্দুল জব্বার খান
✬ আধুনিক নৃত্য – ইসাডেরা
✬ পশ্চিমা সঙ্গীত – জোহান সেবাস্তেন বস
✬ উপমহাদেশে সুরসঙ্গীত – ওস্তাদ আলাউদ্দিন খান
✬ রেনেসীয় চিত্রকলা – জিওট্টো
✬ আধুনিক কার্টুন – উইলিয়াম হোগারথ
✬ আধুনিক সার্কাস – ফিলিপ অ্যাস্টলে
.
গণিত
▔▔▔▔▔
✬ সংখ্যাতত্ত্ব – পিথাগোরাস
✬ গণনা – চার্লস ব্যাবেজ
✬ জ্যামিতি – ইউক্লিড
✬ বীজ গণিত ও অ্যালগারিদম –আল-খাওয়ারিজম
✬ ক্যালকুলাস – ভাসকরা
✬ ত্রিকোণমিতি – হিপ্পার চাস
✬ স্থিতিবিদ্যা – আর্কিমিডিস
✬ গতিবিদ্যা – গ্যালিলিও
.
পদার্থ বিদ্যা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ পদার্থ বিদ্যা – আইজ্যাক নিউটন
✬ আধুনিক পদার্থ বিদ্যা – আলবার্ট আইনস্টাইন
✬ পারমানবিক পদার্থ বিদ্যা – আরনেস্ট রাদারফোর্ড
✬ আলোক বিদ্যা – জগদীশ চন্দ্র বসু
✬ তেজস্ক্রিয়তা – হেনরি বেরকল
✬ পারমানবিক বোমা – যে রবার্ট ওপেনহাইমার
✬ হাইড্রোজেন বোমা – এডওয়ার্ড টেলার
✬ কোয়ান্টাম তত্ত্ব – ম্যাক্স প্ল্যাঙ্ক
✬ আপেক্ষিক তত্ত্ব – আলবার্ট আইনিস্টাইন
✬ টেলিফোন – আলেকজান্ডার গ্রাহাম
✬ বাষ্প ইঞ্জিন – থমাস নিউকোমেন
✬ মোটর গাড়ি – কার্ল বেঞ্জ
✬ আধুনিক টায়ার – জন বয়রড ডানলফ
✬ রেডিও – লি ডি ফরেস্ট
✬ আধুনিক টেলিভিশন – অ্যালেন বি ডুমেন্ট
.
কম্পিউটার বিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ কম্পিউটার – চার্লস ব্যাবেজ
✬ আধুনিক কম্পিউটার বিজ্ঞান – এলান ম্যাথাসন ডুরিং
✬ পার্সোনাল কম্পিউটার – আনড্রে থাই টুরং
✬ WWW (World Web Wide) – টিম বারনাস লি
✬ ই–মেইল – রে টমলিনসন
✬ ইন্টারনেট – ভিন্টন জি কারফ
✬ ইন্টারনেট সার্চ ইঞ্জিন – এলান এমটাজ
✬ ভিডিও গেমস – নোলেন বুশনেল
✬ অ্যানিমেশন – ওয়াল্ট জিডনি
✬ ভিজুয়েল বেসিক – এলান কুপার
✬ জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ – জেমস গসলিং
✬ উইকিপিডিয়া – জিমি ওয়েলস
.
রসায়ন বিদ্যা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ রসায়ন বিদ্যা – জাবের ইবনে হাইয়ান
✬ আধুনিক রসায়ন বিদ্যা – অ্যান্টনি লরেন্ট
ল্যাভসেসিয়ে
✬ জৈব রসায়ন – ফ্রেডারিক উইলার
✬ পরমাণুবাদ – ডেমোক্রিটাস
✬ পর্যায় সারণি – দিমিত্রি মেন্ডেলিপ
.
জীব বিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ জীববিদ্যা ও প্রাণীবিদ্যা – এরিস্টটল
✬ উদ্ভিদ বিদ্যা – থিওফ্রাস্টাস
✬ বিবর্তন জীববিদ্যা – চার্লস ডারউইন
✬ জীবের নামকরণ বিদ্যা – ক্যারোলাস লিনিয়াস
✬ বংশগতি বিদ্যা – গ্রেগর জোহান মেন্ডেল
✬ রক্ত সংবহনবিদ্যা – উইলিয়াম হার্ডে
✬ আধুনিক কোষতত্ত্ব – সোয়ান ও হাইডেন
✬ রোগ জীবাণু তত্ত্ব – লুই পাস্তুর
✬ বাস্তু সংস্থান – উইজেন উডাম
✬ প্রাণ শক্তি – জে জে বার্জেলিয়াম
লাইক দিন – আউটসাইড নলেজ
.
চিকিৎসা বিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ চিকিৎসা বিদ্যা ও ওষুদ – হিপক্রেটাস
✬ আধুনিক ওষুদ – ইবনে সিনা
✬ অ্যানাটমি – হেরোফিলাস
✬ আধুনিক সার্জারি – জাই ডি চাওলিয়েক
✬ প্লাস্টিক সার্জারি – সাসরুটা
✬ অস্থি সার্জারি – লরেন্স বলভেন
✬ হোমিও শাস্র – ডঃ স্যামুয়েল হ্যানিমেন
.
ভূগোল ও ইতিহাস
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ভূগোল – ইরাটস স্থনিস
✬ খনিজ বিদ্যা – জর্জ এগ্রিকোলা
✬ আধুনিক ভূবিদ্যা – জেমস হ্যাটন
✬ আধুনিক জ্যোতির্বিদ্যা – গ্যালেলিও গ্যালিলি
✬ ইতিহাস – হেরোডেটাস
✬ আধুনিক ইতিহাস – থুকি ডাইসিস
✬ ইসলামের ইতিহাস – আল–মাসুদি
.
অর্থনীতি ও ব্যবস্থাপনা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ অর্থনীতি – এডাম স্মিথ
✬ আধুনিক অর্থনীতি – পল স্যামুয়েলসন
✬ ইউরো মুদ্রা – রবার্ট মেন্ডেল
✬ ব্যবস্থাপনা – পিটার ড্রকার
✬ আধুনিক ব্যবস্থাপনা – লিলিয়ান মোলার গিলবাথ
.
রাষ্ট্রবিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔
✬ রাষ্ট্রবিজ্ঞান – এরিস্টটল
✬ আধুনিক রাষ্ট্রবিজ্ঞান – নিকোলো
ম্যাকেয়াভেলি
✬ গণতন্ত্র – এরিস্টটল
✬ আধুনিক গণতন্ত্র – জন লক
✬ আমলাতন্ত্র – মাক্স বেবার
✬ আধুনিক জার্মান – প্রিন্স অটভান বিসমার্ক
✬ বিশ্ব গ্রাম ধারণা – মার্শাল ম্যাকলুহান
✬ ব্যক্তি ধারনা- জন স্টুয়াট মিল
.
ধর্ম ও তত্ত্ব
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ মুসলিম জাতি – ইব্রাহীম (আঃ)
✬ ফিকাহ সাস্র – ইমাম আবু হানিফা
✬ বৌদ্ধ ধর্ম – গৌতম বুদ্ধ
✬ ইহুদি ধর্ম – মর্স
✬ ফ্যাসিজম – মুসলিনি
✬ কম্যুনিজম – কার্ল মার্ক্স
✬ অস্তিত্ববাদ – সরেন কিয়ারকগার্ড
✬ দ্বি–জাতি তত্ত্ব – মোহাম্মাদ আলী জিন্নাহ
.
জ্ঞানবিজ্ঞানের অন্যান্য শাখা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ক্রিকেট – ডব্লিও জি গ্রেস
✬ ফুটবল – এবনেজার মরলে
✬ বিজ্ঞান – থ্যালিস
✬ আধুনিক বিজ্ঞান – রজারবেকন
✬ মৃত্তিকা বিজ্ঞান – জ্যাসিলি ডকুচেব
✬ কৃষি বিজ্ঞান – জোন্সেটাল
✬ মৎস্য বিজ্ঞান – পেটার আর্টেডি
✬ সুপ্রজনন বিজ্ঞান – গ্রেগর মেনডেল
✬ গ্যাস বিজ্ঞান – সেসিবিয়াস
✬ আলোকচিত্র বিদ্যা – লুইস ডাগুইরে
✬ প্রত্নবিদ্যা – থমাস জেফারসন
✬ স্থাপত্য বিদ্যা – জন ভন নিউম্যান
✬ আধুনিক শিক্ষাব্যবস্থা – লর্ড মেকেলে
✬ সমাজ বিজ্ঞান – অগাস্ট ক্যোঁৎ
✬ সমাজ কর্ম – জন এডামস