পৃথিবীর বৃহত্তম

পৃথিবীর_বৃহত্তম
___________________________________
☞ বৃহত্তম দেশ — রাশিয়া
☞ বৃহত্তম মহাদেশ — এশিয়া
☞ বৃহত্তম সাগর —দক্ষিণ চীন সাগর
☞ বৃহত্তম উপসাগর— মেক্সিকো উপসাগর
☞ বৃহত্তম মহাসাগর — প্রশান্ত মহাসাগর
☞ বৃহত্তম শহর — লন্ডন (আয়তনে)
☞ বৃহত্তম শহর — টোকিও (জনসংখ্যায়)
☞ বৃহত্তম দ্বীপ – গ্রীনল্যান্ড
☞ বৃহত্তম ব-দ্বীপ — বাংলাদেশ
☞ বৃহত্তম উপদ্বীপ — আরব উপদ্বীপ
☞ বৃহত্তম হ্রদ — কাস্পিয়ান
☞ বৃহত্তম নদী — নীল নদ
☞ বৃহত্তম প্রাণী — নীল তিমি
☞ বৃহত্তম পাখি — উট পাখি
☞ বৃহত্তম গ্রহ — বৃহস্পতি
☞ বৃহত্তম ঘড়ি — মক্কা ক্লক
☞ বৃহত্তম ব্যাংক — সুইস ব্যাংক
☞ বৃহত্তম দিন — ২১ জুন
☞ বৃহত্তম রাত — ২২ ডিসেম্বর
☞ বৃহত্তম অরণ্য — তৈগা
☞ বৃহত্তম পার্ক — উড বাফেলো
☞ বৃহত্তম তৃণাঞ্চল — প্রেইরি
☞ বৃহত্তম বনভূমি — আমাজান
☞ বৃহত্তম খাল — গ্র্যান্ড খাল
☞ বৃহত্তম কৃত্তিম খাল— সুয়েজ খাল
☞ বৃহত্তম জলপ্রপাত—নায়াগ্রা
☞ বৃহত্তম গিরিখাত—গ্র্যান্ড ক্যানিয়ন
☞ বৃহত্তম মরুভূমি — সাহারা মরুভূমি
☞ বৃহত্তম পর্বতমালা— হিমালয়(উচ্চতায়)
☞ বৃহত্তম পর্বতমালা — আন্দিজ (দৈর্ঘ্যে)
☞ বৃহত্তম ফুল — র‍্যাফেলেশিয়া আরনল্ড
☞ বৃহত্তম প্রাসাদ — ভ্যাটিকান
☞ বৃহত্তম অফিস – পেন্টাগন বিল্ডিং
☞ বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট — সুন্দরবন
☞ বৃহত্তম স্টেডিয়াম — স্টাইভ স্টেডিয়াম
☞ বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ — রক্সি
☞ বৃহত্তম বইমেলা — ফ্রাঙ্কফুট(জার্মানি)
☞ বৃহত্তম গ্রন্থাগার—লাইব্রেরী অব দ্য কংগ্রেস
☞ বৃহত্তম পার্লামেন্ট — চায়না ন্যাশনাল কংগ্রেস
☞ বৃহত্তম মসজিদ — শাহ ফয়সাল মসজিদ
☞ বৃহত্তম জাদুঘর — ব্রিটিশ মিউজিয়াম
☞ বৃহত্তম কম্পিউটার প্রতিষ্ঠান— মাইক্রোসফট
☞ বৃহত্তম প্রমোদ তরী — গ্রান্ড প্রিন্সেস
☞ বৃহত্তম ডুবোজাহাজ — নাটিখান
☞ বৃহত্তম প্রাচীর — চীনের মহাপ্রাচীর
☞ বৃহত্তম বিমানবন্দর — জেদ্দা বিমানবন্দর
☞ বৃহত্তম মিষ্টি পানির হ্রদ — সুপিরিয়র হ্রদ
☞ বৃহত্তম মুসলিম দেশ—কাজাকিস্তান(আয়তনে)
☞বৃহত্তম মুসলিম দেশ—ইন্দোনেশিয়া(জনসংখ্যা)

Leave a comment